ক্রীড়াঙ্গনে গৌরবগাঁথা শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়

 

কে জানত ঝিনাইদহের শৈলকুপার অজপাড়া গাঁ দোহারো স্কুলের নারী শিশুরা ফুটবলে হবে দেশ সেরা, ছিনিয়ে আনতে পারবে শিরোপা ?

কেউ জানুক বা না জানুক অদম্য এই নারী শিশুরা তার জন্যে বসে থাকেনি । ইচ্ছা শক্তির উপর ভর করেই শুরু করেছিল এই টুর্নামেন্টের , সেটাও ৮মাস আগের কথা। লড়াই শুরু করেছিল ৬৫ হাজার স্কুলের মধ্যে । শুরুতেই চমক দেখাতে থাকে; ইউনিয়ন, থানা, জেলা অত:পর অপরাজিত ভাবে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। গল্পটা আর থেমে থাকেনি, এটি ২০১৮ সালের কথা।

প্রথমে ২০১৫ সালে তৃতীয় স্থান অধিকার করেছিল। ২০১৮ সালে দোহারো দলটি খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জনের পথে পা বাড়াতে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হয়। বরিশাল বিভাগ কে ৮-০ গোলে পরাজিত করে উঠে যায় সেমিতে, সেখানে রংপুর বিভাগ কে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে । এ যেন একের পর এক স্বপ্ন ছোয়ার গল্প ।

এরপর ২৮মার্চ ফাইনালে মুখোমুখি হয় রাজধানী ঢাকা বিভাগের । খেলার প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে খুলনার প্রতিনিধিত্বকারী দোহারো কন্যারা । কিন্তু তারা দমে যাওয়ার পাত্র নয় । দ্বিতিয়ার্ধে ১-১ গোলে সমতা আনতে সক্ষম হয় । এভাবেই শেষ ফাইনাল খেলার নির্ধারিত সময় । তারপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যাবধানে ঢাকা কে হারিয়ে শিরোপা ছিনিয়ে আনে দোহারো মেয়েরা। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম ।

 

এমন স্বপ্ন জয়ের গল্পে আনন্দে আত্মহারা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো । স্কুলের প্রধান শিক্ষক ও কোচ রবিউল ইসলাম জানালেন বছরের প্রথম থেকেই আশাবাদি ছিলেন তারা।

খেলার মাঠ সংস্কার, শিক্ষক স্বল্পতা কাটিয়ে উঠতে সহযোগীতা চান সবার। আর রীতিমতো হুংকার দিয়ে বলেছেন গোপন কথাটিও, পাইপলাইনে রয়েছে আরোও বেশ কয়েকজন মেধাবী খেলোয়াড়, আর তা দিয়ে আগামীবারও ধরাশয়ী করতে চান সকল প্রতিপক্ষকে ।

তবে শৈলকুপার এই দোহারো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খোলোয়াড়দের নেই কোন সুযোগ সুবিধা । মাঠ, অবকাঠামো, ক্রিড়া সামগ্রি কিছুই নেই । স্থানীয়দের দাবি এসব দিকে নজর দিতে হবে সরকার কে।

এই বিভাগের আরও খবর
Loading...