শৈলকুপায় বিনা অনুমতিতে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় কতৃপক্ষের বিনা অনুমতিতে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ইলিয়াস হোসেন নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। । গতকাল শনিবার দুপুরে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। দন্ডিত ইলিয়াস হোসেন উপজেলার শহীদ নগর গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী জানান, যে কোন জমিতে মাটি কাটতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এমন কি কোন জলাশয়ও পুন:খনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর
Loading...