অসাধু ব্যবসায়ীরা লাল তীর বলে দিয়েছে ভারতীয় নাসিক সহ নিন্মমানের বীজ; দাম নিয়েছিল ৪ থেকে ৫হাজার টাকা কেজি ।

পেঁয়াজ লাগিয়ে শৈলকুপায় মাঠে মাঠে কৃষকদের হাহাকার, উঠেছে কান্নার রোল। লাগানো চারায় গজায়নি শেকড়, লাল হয়ে মরে যাচ্ছে গাছ।

পেঁয়াজ লাগিয়ে শৈলকুপায় মাঠে মাঠে কৃষকদের হাহাকার, উঠেছে কান্নার রোল। লাগানো চারায় গজায়নি শেকড়, লাল হয়ে মরে যাচ্ছে গাছ।
অসাধু ব্যবসায়ীরা লাল তীর বলে দিয়েছে ভারতীয় নাসিক সহ নিন্মমানের বীজ; দাম নিয়েছিল ৪ থেকে ৫হাজার টাকা কেজি ।
এদিকে ভেজাল বীজ রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষি অফিসের নেই কোন মনিটরিং, উপ-সহকারী কর্মকর্তারা মুখে ঠুলি দিয়ে বসে আছে। মাঠে মাঠে কৃষকদের কি পরিমান জমির পেঁয়াজ গাছ মরেছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে তার নেই কোন পরিসংখ্যান। শৈলকুপার পাইকপাড়া, হাজরামিনা, মনোহরপুর , বিজুলিয়া, দামুকদিয়া, লক্ষীপুর সহ বিভিন্ন মাঠে অসংখ্য কৃষকের সব পেঁয়াজ ক্ষেত মরে ছাপ হয়ে গেছে !
( প্রিয় পাঠক, আপনারা আরো তথ্য দিন, এলাকার কৃষক বা চাষী কাদের জমির ক্ষেত এখন গলার কাটা । কোথা থেকে কার কাছ থেকে বীজ কিনেছিলেন, আমরা বিস্তারিত তুলে ধরতে চাই)
এই বিভাগের আরও খবর
Loading...