শৈলকুপায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মন্দির উদ্বোধন, ৩দিনব্যাপী অনুষ্ঠানমালা

শৈলকুপার কবিরপুরে নব-নির্মিত শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। রবিবার ২০ মার্চ উদ্বোধন এরপর ২২মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান। রবিবার সকালে বা¯ু‘পূজা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিকালে আলোচনা সভায় প্রধান অতিথী থাকবেন সংসদ সদস্য আব্দুল হাই, সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্রী সুবাস চন্দ সাহা। বিশেষ অতিথী হিসাবে ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটি সভাপতি কনক কান্তি দাস, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শেফালী বেগম সহ অন্যান্য অতিথীবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবিরপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী প্রবীর কুমার সাহা বিদ্যুৎ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে।

দ্বিতীয় দিনে প্রতিষ্ঠা পূজা, সম্প্রীতি শোভাযাত্রা, পদাবলী কীর্তন, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকালে প্রধান অতিথী হিসাবে জেলা প্রশাসক মনিরা বেগম উপস্থিত থাকবেন। এছাড়া সম্মানীত অতিথী হিসাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জে.এল ভৌমিক সহ রামকৃষ্ণ মিশন ঢাকার অতিথীবৃন্দ থাকবেন। সন্ধ্যায় বিশিষ্ট্য শিল্পীদের পরিবেশনায় ভক্তিগীত চলবে।
২২মার্চ মঙ্গলবার দীক্ষা দান অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হবে।
এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রামকৃষ্ণ সেবাশ্রম কবিরপুরের সভাপতি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সাহা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কে আমন্ত্রণ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর
Loading...