রোগী দেখবেন কবিরপুর শামীম প্রাইভেট হাসপাতালে
শৈলকুপার কৃতি সন্তান ডাঃ কাওসার হামিদের এফসিপিএস ডিগ্রী অর্জন
শৈলকুপার কৃতি সন্তান ডাঃ কাওসার হামিদ চিকিৎসাশাস্ত্রে মেডিসিন বিষয়ে এফসিপিএস ডিগ্রী অর্জন করেছেন।
শৈলকুপাতে সাম্প্রতিক সময়ে তিনিই মেডিসিন বিষয়ের উপর এফসিপিএস ডিগ্রী অর্জন করলেন।
ডাঃ কাওসার হামিদ শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর বি এ এফ শাহীন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ডা: কাওসার হামিদ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এফসিপিএস কোর্সে ছিলেন ।
এফসিপিএস পরীক্ষায় প্রথম বারেই অদম্য এই মেধাবী ডাক্তার ডিগ্রী অর্জন করলেন ।
ছোট বেলা থেকেই তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। মেডিসিন এর উপর এফসিপিএস ডিগ্রী অর্জন করায় এলাকার মানুষ সবাই খুশি।
ডাঃ কাওসার হামিদ বলেন, শৈলকুপার অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। যেখানেই থাকি শৈলকুপায় সপ্তাহে ১ থেকে ২ দিন রোগীদের সময় দিবেন, দারিদ্র মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসা ব্যবস্থা করবেন।
ডাক্তার কাওসার হামিদের বাড়ি শৈলকুপা পৌরসভার উত্তর পাড়ায়।
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাওসার হামিদ শৈলকুপার কবিরপুরে শামীম(প্রাঃ) হাসপাতালে প্রতি শুক্রবার সকাল ১০ টা- বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখবেন।