সাদা পদ্মের সমাহার
শৈলকুপায় মাছের পুকুর এখন পদ্মপুকুর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি পুকুরে ‘অসময়ে’ পদ্ম ফুল ফুটছে; যা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। বিভিন্ন এলাকা থেকে সেখানে ভীড় করেছ মানুষ। বিশেষ করে সকালে, বিকালে টিনেজরা ভিড় করছে পদ্ম পুকুরে ।
উপজেলার উমেদপুর ইউনিয়নের হাবিবপুর এলাকার এই পুকুরে গিয়ে দেখা গেছে, অসংখ্য ফুল ফুটেছে। পদ্ম ফুলের নাম বললে লাল ফুলের ছবিই ভাসে চোখে। কিন্তু এই পুকুরে দেখা গেছে সাদা ফুল।
উমেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেলওয়ার হোসেন হাবিবপুর গ্রামের বাসিন্দা।
দেলওয়ার বলেন, তারা মুরব্বিদের কাছে শুনেছেন, “বহু বছর আগে পদ্ম বিল বর্ষায় পানিতে থৈ থৈ করত। শরতে পদ্ম ফুলে ঢেকে যেত বিল। এক সময় বিলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। মানুষ তাদের জমিতে পুকুর খুঁড়ে শুরু করে মাছ চাষ।
“পাঁচ-ছয় বছর আগে ওই পুকুরে হঠাৎ পদ্ম ফুটতে শুরু করে। গাছ কেটে ফেললেও ফের চারা গজায়।”
তবে এই খরা মৌসুমে পদ্ম ফুল ফোটে এমনটা এলাকাবাসী কখনও দেখেননি বলে জানান।
পুকুরের মালিক সুজন মণ্ডল বলেন, “গ্রীষ্মের খরতাপের মধ্যে ফুল ফুটেছে দেখে মানুষের আগ্রহ বেড়েছে দেখার জন্য। মাঝে মাঝেই লোকজন দেখতে আসে। তবে বর্ষা শুরু হলে বেশি ফুল ফুটবে।”
এই পুকুরে পদ্ম-চারা গজানো বিষয়ে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজগর আলী।
তিনি বলেন, পদ্ম ফুলের কন্দ ‘বহু বছর’ মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকতে পারে। অনুকূল পরিবেশ পেলে আবার গজিয়ে ওঠে। বর্ষা শেষে পদ্ম ফুল বেশি ফোটে।
তবে এই সময় পদ্ম ফুল ফোটার কারণ তিনি বলতে পারেননি।