শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রাকিব হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৭ জুলাই) দুপুরে পৌর এলাকার কবিরপুরে। নিহত যুবক মাঠপাড়া গ্রামের মৃত আমোদ আলীর ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কবিরপুর মসজিদ এর পাশে বাড়ি নির্মাণ করছেন নায়েব আলী নামে এক ব্যক্তি। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন রাকিব নামে ওই যুবক। কাজের পাশেই বিদ্যুতের লাইন থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর
Loading...