১৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত দ্বিতল ভবনের শীঘ্রই শুভ উদ্বোধন

শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের ত্রৈমাসিক সভা

ঐতিহ্যবাহী শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাবলিক হল ও লাইব্রেরির মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভ’মি বনি আমিন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার বাগচী।
সভায় আয়-ব্যয়ের প্রতিবেদন দাখিল করা হয়। হিসাব দাখিল করেন অর্থ সম্পাদক কাজী মিজানুর রহমান। এছাড়া আবেদনকৃত নতুন সদস্য, আজীবন সদস্য পর্যালোচনা ক্রমে অন্তর্ভূক্তি করা হয় । কার্যনির্বাহী পরিষদের সভায় লাইব্রেরীর দ্বিতল ভবনের উদ্বোধন সংক্রান্ত আহবায়ক কমিটি গঠন ও এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পিপি ইসমাইল হোসেন কে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয় ।
সভায় সংগঠনের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন ঐতিহ্যবাহী পাবলিক হল ও লাইব্রেরীর সাফল্য কামনা করেন। তিনি লাইব্রেরীর কক্ষ, বই, আসবাবপত্র সহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন ।

এই বিভাগের আরও খবর
Loading...