শৈলকুপায় অধ্যক্ষ দম্পতির ব্যাতিক্রমী উদ্যোগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় দরিদ্র-অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
শৈলকুপা মহিলা কলেজের অধ্যক্ষ খবির আহমেদ দম্পতির উদ্যোগে ও শৈলকুপা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সহযোগীতায় রবিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ভাসমান দরিদ্র মানুষের হাতে এ খাবার পৌঁছে দেয়া হয়। অভুক্ত অসহায় মানুষগুলো হঠাৎ করে তাদের হাতে এ খাবার পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়।
শৈলকুপার কবিরপুর তিন রাস্তার মোড়,হাসপাতাল রোড, ব্রীজ রোড, মাহিন্দ্রা স্ট্যান্ড,চৌরাস্তার মোড়, নতুন বাজার, থানা মোড় সহ কয়েকটি এলাকায় সাংবাদিকরা ঘুরে ঘুরে ছিন্নমূল-দুস্থ্যদের মাঝে এ খাবারগুলো পৌঁছে দেন। এসময় শৈলকুপা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শৈলকুপা মহিলা কলেজের অধ্যক্ষ খবির আহমেদ জানান, করোনা মহামারির সময় অভাবি মানুষগুলো খাবার সংকটে ভুগছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর এই বিশেষ দিনে অন্তত এক বেলার খাবার তাদের হাতে পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।
তিনি সাংবাকিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এই বিভাগের আরও খবর
Loading...